Ipemis Dpe Cover Image
Ipemis Dpe Profile Picture
Ipemis Dpe
@ipemisdpe
0 people like this
Invite your friends/followers
You don't have any more friends to invite
About

বাংলাদেশের সমাজে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের উন্নয়নের জন্য প্রতিবন্ধী ব্যক্তিদের শ্রেণিবিভাগ করা হয়েছে। অনেকেই জানতে চান, প্রতিবন্ধী কত প্রকার। সরকারিভাবে প্রতিবন্ধিতা মোট ৮ প্রকারে ভাগ করা হয়েছে: (১) শারীরিক প্রতিবন্ধী, (২) বুদ্ধিপ্রতিবন্ধী, (৩) বাকপ্রতিবন্ধী, (৪) দৃষ্টিপ্রতিবন্ধী, (৫) শ্রবণপ্রতিবন্ধী, (৬) অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী, (৭) মানসিক প্রতিবন্ধী, এবং (৮) একাধিক প্রতিবন্ধী। প্রতিটি শ্রেণির জন্য রয়েছে আলাদা চিকিৎসা, শিক্ষা এবং সহায়তার ব্যবস্থা। প্রতিবন্ধী পরিচয়পত্র, ভাতার তালিকা, শিক্ষাপ্রতিষ্ঠানে কোটা ও চাকরির সুযোগ—সব কিছু এই শ্রেণিবিভাগ অনুযায়ী নির্ধারিত হয়।